Duration 3:48

মালয়েশিয়া আজকের খবর করোনার মাজেও থেমে নেই অভিযান। আজও আটক ৭৮ জন প্রবাসী

849 watched
0
31
Published 15 May 2020

মালয়েশিয়ায় ৭৮ অবৈধ বাংলাদেশি আটক মালয়েশিয়ায় ৭৮ জন অবৈধ বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত সোমবার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৭৮ অবৈধ বাংলাদেশিসহ মোট ১ হাজার ৩৬৮ জনকে আটক করেছে দেশটির প্রশাসন। যাদের মধ্য নারী ও শিশু রয়েছে। করোনা মহামারীর মধ্যেই অবৈধ অভিবাসী বিরোধী অভিযান জোরদার করেছে দেশটির সরকার। এতে আতঙ্কে রয়েছেন প্রবাসীরা। মালয়েশিয়ায় করোনা সংক্রমণসহ মৃতের সংখ্যা কমে আসা অব্যাহত রয়েছে। ধীরে ধীরে শিথিল হচ্ছে মুভমেন্ট কন্ট্রোল অর্ডারসহ বিভিন্ন বিধিনিষেধ। এরমধ্যেই গত সোমবার দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩শ’র বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। করোনার সংক্রমণরোধেই এ অভিযান চলছে বলে জানানো হয়। করোনা পরীক্ষার জন্যই অবৈধদের গ্রেফতার করে আইনের আওতায় নেয়া হচ্ছে। যাদের বৈধ কাগজপত্র থাকবে পরীক্ষার পর তাদেরকে ছেড়ে দেয়া হবে। আর অবৈধদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এদিকে, অবৈধদের বৈধতা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি অসাধু চক্র অবৈধদের কাছ থেকে হাজার হাজার রিঙ্গিত হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন প্রবাসীরা। এছাড়া, করোনা সংক্রমণরোধে বিদেশি নাগরিকদের মালয়েশিয়া প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। এমতাবস্থায় দালালদের দৌরাত্ম আর নানামুখী সমস্যায় প্রবাসী বাংলাদেশিরা বৈধতা না পেয়ে অস্তিত্বের চিন্তা দিন কাটছে। #ইকামা #নবায়ন #বাংলাদেশি #প্রবাসী #MOI #Residency #Iqama #Renew #Fines #Kuwait #Full_Curfew #Lockdown #Pandemic #TotalBan #Covid19 # #মালয়েশিয়া #Malaysian #StayAtHome #BangladeshilnMalaysia #MalaysiaBangladeshi

Category

Show more

Comments - 4